খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদে ২০১৭-২০১৮ অর্থ বছরের ভিজিডি’র চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বুধবার সকালে কিশোরগাড়ী ইউপি ভবন চত্ত্বরে ৩শ’৩০জন ভিজিডি উপকারভোগীদের ভোটার আইডি কার্ডের সাথে ছবি শনাক্ত পুর্বক প্রত্যেকের মাঝে ৩০ কেজির বস্তা ৪ মাসের মোট ১২০ কেজি ৪ বস্তা চাল সুষ্ঠুভাবে বিতরণ করেন।
কিশোরগাড়ী ইউনিয়নে ভিজিডি প্রকল্পের তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের যথাযথ গুরুত্ব বিবেচনা পুর্বক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল উপজেলার ৯টি ইউনিয়নের ভিজিডি তালিকা প্রনয়নে ব্যাপক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে চলতি বছরের শুরু থেকে ৯টি ইউনিয়নের প্রনয়ণকৃত ভিজিডি সুবিধাভোগীদের তালিকা সরেজমিন যাচাই-বাছাই কাজ শুরু করেন।
এরই প্রেক্ষিতে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্য ৮টি ইউনিয়নের ভিজিডি উপকারভোগীদের গত মার্চ মাস হতে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। তবে কিশোরগাড়ী ইউনিয়নে তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়ম থাকায় নির্বাহী অফিসার অসন্তোষ প্রকাশ করে তালিকা দ্রুত সংশোধন করার জন্য ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট নির্দেশ দেন। স্বচ্ছ তালিকা প্রণয়নে সময় লাগায় ভিজিডি’র চাল যাতে ফেরত না যায় সেদিক বিবেচনা করে ৩ মাসের চাল উত্তোলনের ছাড়পত্র প্রদান করেন। ইউপি চেয়ারম্যান উত্তোলনকৃত চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদামে মজুদ রাখেন।

এদিকে, তালিকা প্রণয়নের কাজ বাস্তবায়নের শেষ পর্যায়ে এসে বিভিন্ন জাতীয়, আঞ্চলিকসহ অললাইন পত্রিকায় ইউএনও, মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান কর্তৃক কিশোরগাড়ী ইউপি’র ভিজিডি চাল আত্মসাৎ করেছে বলে খবর প্রকাশিত হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে ৩শ’ ৩০জন ভিজিডি উপকারভোগীদের জানুয়ারী/১৭ হতে এপ্রিল/১৭ পর্যন্ত ৪ মাসের মোট বরাদ্দ ৩০ কেজি ওজনের ১৩২০ বস্তা চাল উপস্থিত স্থানীয় সাংবাদিক, সরকারদলীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মজুদকৃত চাল ইউপি চেয়ারম্যানের নিকট থেকে বুঝে নিয়ে বিতরণ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, রিলিফ অফিসার জাকির হোসেন, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউপি সদস্য-সদস্যা ছাড়াও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।