খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কদমতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পুরুষ পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মমধ্যে পুরুষ পদে ৫ জন সদস্যের মধ্যে ৪ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, মোঃ এনামুল মন্ডল ৪১ ভোট ও মোঃ মশিউর রহমান ৪১ ভোট পেয়ে ১ম, মোঃ সাজু মন্ডল ৩৫ ভোট পেয়ে ২য় এবং মোঃ নবীর আলী ৩৩ ভোট পেয়ে ৩য় হয়েছে। নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ অছিমা বেওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ সোহেল মিয়া। কদমতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সরকার জানান, মোট ৪২ ভোটারের মধ্যে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।