খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি’র গ্রাম পুলিশ শ্রী রুপলাল রবিদাস (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যুবরণ করেন। মরহুম রবিদাস ইউপি কার্যালয়ে দায়িত্ব পালন করা কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল হক, ইউপি সদস্যবৃন্দ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা মরহুম রবিদাসের বাড়ীতে উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম গ্রাম পুলিশ রবিদাস মা, স্ত্রী ও ছোট দুইটি পুত্র সন্তান রেখে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদানের টাকা তার লাশ সৎকার করা হবে বলে জানা যায়।