খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, বাবলু মাষ্টার, যুবলীগ সহ-সভাপতি ও হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা সুমন, নির্মল মিত্র, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস প্রমুখ।
এসময় উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জান্নাতুন নবী রিপন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনুসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। দোয়া শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি কেক কাটা হয়।