খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে খামার যান্ত্রিকীকরণেরমাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়ে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধান চারা রোপন প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রীমুখপাড়া কৃষক মাঠ সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্জুর হাসান, আবু তালেব মাষ্টার প্রমুখ। এসময় এলাকার প্রায় দেড় শতাধিক কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আধুনিক যান্ত্রিক রাইচ ট্রাান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে কৃষক আঃ বাছেদ ও সরোওয়ারের ৫০ শতাংশ জমিতে ধান রোপন করা হয়।