খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী রংপুর-বগুড়া মহাসড়কের উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে সোমবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্ততঃ ২০ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টায় বগুড়া থেকে গাইবান্ধাগামী জাহান পরিবহনের (রংপুর-ব-৬৫৯৩) একটি যাত্রীবাহীবাস উপজেলা সদরের দক্ষিন বাসস্ট্যান্ড সংলগ্ন ইক্ষু ক্রয় কেন্দ্রে কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ২০ জন বাসযাত্রী আহত হয়।
আহতরা হলেন, পীরগঞ্জ উপজেলার পাটনারপাড়া আবুল কালামের পুত্র ওয়াজেদ (২০), খালাসপীরের এলাকার আলমপুরের জলিলের পুত্র ইমরান (২৫), গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়ার সুলতান মিয়ার পুত্র সাজা মিয়া (৩৫),ফাসিতলা ইউনিয়নের বকচর গ্রামের মোশারফের পুত্র নয়ন মিয়া (২৬), সিংঙ্গাডাঙ্গা এলাকার আমজাদ হোসেনের স্ত্রী আশেদা বেগম (৪০), গাইবান্ধা সদরে কামার রঘুনাথপুর জহুরুলের ইসলাম পুত্র শরিফুল ইসলাম (২৫), গাইবান্ধার কৃষ্ণপুরেরর আকবরের পুত্র নজমাল (৫০), সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ ফরিদপুরের
আব্দুস সামাদের পুত্র আব্দুল মালেক (৩২), নয়নপুরের শুকুর উদ্দিনের পুত্র সাদেকুল (৩৫), মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর বাবলু মন্ডলের পুত্র বাধঁন (২৫), শিবগঞ্জ উপজেলার মোকামতলার ফেরদাউস (৩৫), ফেরদাউস (৩৫), এদের মধ্যে মোকামতলার ফেরদাউস (৩৫) ও গোবিন্দগঞ্জে সাজা মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় তাদের ৩ জনকে রংপুরে ও বগুড়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৬ জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) রেজিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।