
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ী-এর উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় অত্র সংগঠনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সদস্য তৌহিদুল ইসলাম মন্ডল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আঃ বাকী, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি, সুরুজ হক লিটন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বাদশা মিয়া, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সংগঠনের সদস্য নুুর আলম।

উল্লেখ্য, উপজেলার মোটর শ্রমিক ইউনিয়ন ছাড়াও অন্যান্য শ্রমিক ইউনিয়নগুলো তাদের নিজ নিজ ব্যানারে মহান মে দিবস পালন করেন। এরমধ্যে পলাশবাড়ী উপজেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ইউনিয়নের সভাপতি সুজন মন্ডল ও সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র মহন্তর নেতৃত্বে, ইমারত নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ সরকার ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের নেতৃত্বে এবং উপজেলা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি নারায়ন চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র শীলের নেতৃত্ব দিবসটি পালন করা হয়।