
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মহান মে দিবস উপলক্ষ উপজেলা জাতীয় শ্রমিলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি সদরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আলোচনা সভা জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক বাবু শুধাংশু কুমার রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, আওয়ামীলীগনেতা বাবলু মাষ্টার, স্বেবচ্ছাসেবকলীগ সভাপতি ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক মমদুল হক, উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা প্রধান সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, যুবলীগ নেতা মাজেদুর রহমান, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু ও ছাত্রলীগ নেতা শাকিউল ইসলাম বাপ্পী প্রমুখ।

এসময় ইমারাত নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।