
খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এর একমাত্র সহযোগি সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পলাশবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে
এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পলাশবাড়ী ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ সার্বিক গতিশীলতা নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য উপস্হাপন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান। এ সময় সন্তান কমান্ড গাইবান্ধা জেলা কমিটির আহবায়ক এ্যাড.ইস্তেকুর রহমান সরকার,সদস্য সচিব আতিকুর রহমান আতিক বাবু উপস্হিত ছিলেন।
সন্তান কমান্ড পলাশবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, ওয়ারেছুর রহমান মন্টু, মনজুর কাদির মুকুল,শিবলি আহম্মেদ দীপু, আব্দুল হাই,মশিউর রহমান,রকিব মিয়া,শাহীন মিয়া, মেহেরুন্নেছা বিজলি ও জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে নেতৃবৃন্দ নির্মানাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজের প্রকৃত মান ও অগ্রগতির নানা দিক পরিদর্শন করেন।