খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মা উপস্থিত ছিলেন।