
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অর্থ লেন-দেন নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে-জামাতার বসতবাড়ী ব্যাপক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সংসদ সন্তান কমান্ডের যৌথ আহবানে এ ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মামলার বিবরন ও সরেজমিন জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে মেহেরুন্নেছা বিজলির বিয়ে হয় মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার সংলগ্ন।
ঘটনার দিন গত ৯ মে মুক্তিযোদ্ধার সন্তান গৃহবধূ বিজলি ও তার স্বামী এনামুল হকের সাথে পাশের বাড়ীর দলিল লেখক ফিরোজ সরকারের সাথে প্রথমে মতপার্থক্য এবং পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরই জের ধরে ফিরোজের সাথে আত্মীয়তার সুবাদে মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল ওহাব রিপন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আকস্মিক বিজলি-দম্পতির বসতবাড়ীতে নগ্ন হামলা চালায়। এতে ওই বসতবাড়ীটির ব্যাপক ক্ষতিসাধন হয়।
তারা ধারালো অস্ত্রের উপূর্যপরি কোপে শয়ন ঘরের বেড়া কেটে ক্ষত-বিক্ষত করে। সম্পূর্ন অন্যায় ভাবে হামলার প্রতিবাদে মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের প্রতিবাদ সমাবেশ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন।