খবরবাড়ি ডেস্কঃ “সোনালী আঁশের সোনার দেশ-পাটপণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” এর উপর বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সার, চিনি, ধান, চালসহ ১৭টি পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত কল্পে উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রাম, পশ্চিম গোপিনাথপুর ও জুনদহ বাজার এলাকায় রাইচ মিল গুলোতে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপ-সহকারী পাট কর্মকর্তা ছামসুজ্জোহা, থানার এসআই তয়ন কুমার। ভ্রাম্যমান আদালতে মদিনা রাইচ মিলে ১ হাজার, লালবু রাইচ মিলে ১ হাজার ও বাবু রাইচ মিলে ২ হাজার জরিমানা করেন।