খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান আবু তালেব সরকার, কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী দীলিপ চন্দ্র সাহা, হাট-বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি গোলাম আযম, সাধারণ সম্পাদক আবু মুছা প্রধান সুমন ছাড়াও সাংবাদিক বিভিন্ন উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।