খবরবাড়ি ডেস্কঃ “উন্নয়নে পাসওয়ার্ড আমাদের হাতেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৭-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রাঙ্গণ হতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদ থেকে আগত ডিজিটাল সেন্টারেরর উদ্যোক্তাদের সমন্বয়ে এক বিশাল বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন ফিতা কেটে মেলার শুভ-উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু কাওসার মোঃ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করছেন। আগামী ১৮ মে ২০১৭ পর্যন্ত তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।