খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী দুর্গাপুর দাখিল মাদ্রাসায় সোমবার রাতে বয়ে যাওয়া ঝড়ে শ্রেণীর কক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মাদ্রাসার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।
জানা যায়, মাদ্রাসাটি প্রায় ৩’শ জন শিক্ষার্থী নিয়ে সুনামের সহিত অত্রালাকায় পাঠ দিয়ে আসছে। মাদ্রাসার শ্রেণী কক্ষের টিন উড়ে নিয়ে গেছে, আর কিছু কিছু শ্রেণী কক্ষের টিন ফুটা হয়ে গেছে। এভাবেই চলছে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান। যে কোন মুহুর্তে বৃষ্টি হলেই শিক্ষার্থীদের ফাঁকা অবস্থায় শ্রেণী কক্ষে পাঠদান করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের ব্যাপক পাঠদানের ব্যাহত হচ্ছে। মঙ্গলবার দুপুরে অত্র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম সরেজিমন মাদ্রাসায় গিয়ে শ্রেণীকক্ষ গুলো পরিদর্শন করেন। এসময় মাদ্রাসার সুপার মোস্তফা শাহাদাতুজ্জামান, সহকারী সুপার আব্দুল হান্নান, সহকারী শিক্ষক বাবলা, শাহানুরী, মাদ্রাসার কর্মচারী গোকুল ও দাতা সদস্য নুরুন্নবী উপস্থিত ছিলেন। উক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী ভিত্তিতে মাদ্রাসাটি পরিদর্শন পূর্বক শ্রেণী কক্ষগুলো মেরামত না করা হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে।