খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদরে গাইবান্ধা রোডস্থ তিনমাথায় উদয়সাগর গ্রামের বক্করের গুদাম ঘরে সামনে ধানের খড়ে আগুন লেগে গুদাম ঘরে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা হৈ চৈ করতে থাকে এবং আস্তে আস্তে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
এতে করে গুদাম ঘরে আগুন ছড়িয়ে পড়ে ঘরে চালা ও টিনে আগুন দাউ-দাউ করে জ্বলতে থাকে এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়। থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবিউল ইসলাম গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন লাগায় উপজেলা সদরের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। অন্য দিকে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন করে।
আগুনে গুদাম ঘরটি পুড়ে গেলেও ঘরের ভিতর কোন মালামাল না থাকায় ও আগুন নিয়ন্ত্রনে আসায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি।