খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অফিসার ইনচার্জ মাহামুদুল আলমের নির্দেশে এসআই আঃ রউফ ও এএসআই সুমন সঙ্গীয় ফোর্সসহ উপজেলা বরিশাল ইউনিয়নের হিরোইন পল্লী রাইগ্রামের মজনুর দোকান সামন থেকে ২০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের মৃত মন্টু সাহার ছেলে তাপস সাহা (৩২) ও একই জেলার কারবালা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে তোতা মিয়া (৫৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের গাইবান্ধা কারাগারে প্রেরণ করেন।