
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জনস্বার্থে তাদের স্ব-স্ব চিন্তা-চেতনার আলোকে বক্তব্য উপস্হাপন করেন।
সভায় মাদক নিয়ন্ত্রন, জুয়া, চুরি, ছিনতাই, প্রতারনা অনিয়ম-দুর্নীতি ও সামাজিক অনৈতিক কার্যক্রম প্রতিরোধে ব্যাপক আলোচনা করা হয়।
এ ছাড়া উপজেলার বিরাজমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্হিতি আরো উন্নতিকল্পে বাস্তবমুখি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এদিকে: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বিদ্যুত সরবরাহ নিরবিচ্ছিন্ন সরবরাহের জোরালো সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া পলাশবাড়ী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও সাব-রেজিষ্ট্রি অফিস লাগোয়াসহ বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি বর্তমান স্হান থেকে শিগগির অন্যত্র স্হানান্তর করার নীতিগত সিদ্ধান্ত হয়।
এ ছাড়া প্রেস ক্লাব-গাইবান্ধা রোড সভাপতি মনজুর কাদির মুকুলের বক্তব্যে উল্লেখিত এক দাবির মুখে গাইবান্ধা বাসস্ট্যান্ড জুড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতেই উপজেলা আবাসিক প্রকৌশলীর তত্বাবধানে পূর্বের ন্যায় বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর আক্তার বানু শিফন, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ, মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকারলিপন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,ইউপি চেয়ারম্যানগণ,উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্হানীয় রাজনৈতিক দলসহ অন্যান্য শেনী-পেশার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।