খরববাড়ি ডেস্কঃ মরণব্যাধি টিউমার ক্যান্সার আক্রান্ত অষ্টম শ্রেনীর মেধাবি শিক্ষার্থী মোরতাছিন রহমান পরমের লাশ আজ রাত ১০টা নাগাদ পলাশবাড়ীতে পৌঁছবে। পরমের মরদেহ সদরের কালীবাড়ী রোডে আমেরিকা প্রবাসি মামা নুরুন্নবী প্রধান সবুজের বাসায় নেয়া হবে। শুক্রবার সকাল ৯ টায় এসএম হাইস্কুল মাঠে তার প্রথম নামাজে-জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পরমের লাশ নেয়া হবে তার পৈত্রিক ভিটা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের নিজ বাসায়। সেখানে বাদ জুম্মা’আ দ্বিতীয় নামাজে-জানাজা শেষে কেন্দ্রীয় সরকারি কবর স্হানে পরমের মরদেহ দাফন সম্পন্ন করা হবে।