নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ভারতের ডানহাতি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। এই রেকর্ড গড়তে তিনি পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়া ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে।
ভারতীয় এই পেসারের সংগ্রহে এখন ১৮১টি উইকেট, খেলেছেন ১৫৩টি ম্যাচ। ফিটজপ্যাট্রিকের উইকেটসংখ্যা ছিল ১৮০। পোচেস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে ঝুলন এই রেকর্ড গড়েন। রেইসিবে এসতোজাকেকে আউট করার মাধ্যমে দারুন এই রেকর্ডের অধিকারী হয়েছেন ঝুলন। ম্যাচে তিনি ৭.৩ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট দখল করেছেন। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঝুলনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। নারীদের ক্রিকেটে অন্যতম দ্রুততম বোলার হিসেবে তাকে বিবেচনা করা হয়। ক্যারিয়ারে তার সেরা বোলিং পরিসংখ্যান ৩১ রানে ৬ উইকেট। টেস্টে তার উইকেট সংখ্যা ৪০টি ও টি২০তে ৫০টি। সব মিলিয়ে ৩৪ বছর বয়সী এই পেসারের সংগ্রহে রয়েছে ২৭১টি আন্তর্জাতিক উইকেট।
২০০৭ সালে তিনি আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার মনোনীত হয়েছিলেন। এছাড়া ২০১০ সালে অর্জুনা এ্যাওয়ার্ড ও ২০১২ সালে পদ্মশ্রী এ্যাওয়ার্ড জয় করেছেন।সূত্র- বাসস