
চলতি বছরের নভেম্বরে রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ২৯ নভেম্বর সম্ভব্য তারিখ রেখে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করা হয়েছে। কমিশন বৈঠকে প্রস্তাবনাটি উত্থাপন করার পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ২২ অক্টোবর। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। মনোনয়ন যাচাই-বাছাই ৩ ও ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর।
রংপুর সিটিতে ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। এতে ৩৩টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১১টি। সম্ভব্য ভোটকেন্দ্র ১৮২টি এবং সম্ভাব্য ভোটকক্ষ থাকছে ১২০০টি।সূত্র-আরটিএনএন