গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নওশা মন্ডলের সাময়িক বরখান্তের আদেশ স্থগিত ঘোষনা করেছেন উচ্চ আদালত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত গত ৯ মে (স্বারক নং (৪৬.০০.৩২০০.০১৭.২৭.০০৩.১৬.৩৬৭) এক পত্রে জানা গেছে ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নওশার বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারী জি.আর মামলা নং-১২০/১৬ বিজ্ঞ আদালতে গৃহীত হয়েছে। অভিযোগ পত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা মন্ডল মহামান্য হাই কোটে বরখান্তের আদেশ স্থগিত চেয়ে রীট আবেদন জানান। যাহার পিটিশন নং ৬৭৬৩, ২০১৭ইং। শুনানি শেষে আজ রবিবার আদালতের বিচারক ঐ সাময়িক বরখান্তের আদেশ স্থগিত ঘোষনা করেছেন। চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা জানান, ঘটনার সময় আমি সাদুল্লাপুর উপজেলা নিবার্চনী কন্টোল রুমে ছিলাম। ঘটনা স্থলে না থেকেও ঐ মামলার আসামী হয়েছি। অন্যায় ভাবে আমাকে ঐ মামলায় জড়িয়ে আদালতে চার্জসিট দাখিল করা হয়েছে। এই মিথা অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন। যে কারনে আমি উচ্চ আদালতে রীট আবেদন করি এবং আজ শুনানী শেষে উচ্চ আদালত সাময়িক বরখান্তের আদেশ স্থগিত করেন। রাখে আল্লাহ মারে কে।