প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর অব্যাহতি সংক্রান্ত ঝুঁকি ছাড়াই রাজনীতিতে অংশগ্রহণের জন্যে গীর্জা ও ধর্মীয় সম্প্রদায়ের ওপর আরোপিত বিধিনিষেধ সহজ করতে বৃহস্পতিবার এক নির্বাহী আদেশ জারি করছেন। হোয়াইট হাউজের সিনিয়র এক কর্মকর্তা একথা জানান।
আদেশে রাজনৈতিক প্রার্থীদের সরাসরি সমর্থন ও বিরোধিতার ক্ষেত্রে ধর্মীয় সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা হিসেবে পরিচিত জনসন এমেন্ডমেন্টে ফেডারেল ট্যাক্স কোডের একটি বিধান পাওয়ার লক্ষ্যে ‘ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও জোরদার’ করতে ট্রাম্প প্রশাসনের নীতিও ঘোষণ করা হবে। খবর এএফপি’র।
ওই কর্মকর্তা বলেন, জনসন এমেন্ডমেন্টে ধর্মীয় নেতাদের রাজনীতি ও প্রার্থীদের নিয়ে কথা বলার ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞার অনেকাংশ শিথিল করতে আইআরএসকে আদেশ দেয়া হবে।
তিনি আরো বলেন, এটা শুধুমাত্র কার্যনির্বাহী আদেশ নয়, এই আদেশে শিথিলকৃত বিষয়সমুহের বিস্তারিত বিবরণ থাকবে।সূত্র- বাসস