খবরবাড়ি ডেস্ক : ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে জয় পেয়েছে টাঙ্গাইল। আজ টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল ৩-০ গোলে হারায় কিশোরগঞ্জকে। বিজয়ী দলের সুমন দু’টি ও রবিউল এক গোল করেন।
এর আগে বিকেল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি হেলালুদ্দীন আহমদ। টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আলী হোসেন এ সময় উপস্থিত ছিলেন। ১৩টি জেলা দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সূত্রঃ বাসস