
রমজান মাসের দ্বিতীয় কার্যদিবসে দেশের বৃহৎ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সূচকের উঠানামা শেষে সূচকের পাশাপাশি লেনেদেন কমেছে। এদিন অধিকাংশ শেয়ারেরও দাম কমেছে।
ডিএসইতে আজ ৩২২ টি কো¤পানির ১১ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৩৪২কোটি ১ লাখ ৩৫ হাজার ৭১ টাকা।
ডিএসইর তথ্যমতে, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১২.১৫ পয়েন্ট কমে ৫৩৫৬.৫৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.২১ পয়েন্ট কমে ১৯৮৯.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ৩.৩১ পয়েন্ট কমে ১২৪৮.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯৪ টির,কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো-প্যারামাউন্ট টেক্সটাইল,আরএসআরএম স্টিল,রিজেন্ট টেক্সটাইল,ইফাদ অটোস,স্কয়ার ফার্মাসিউটিক্যালস,এভিন্স টেক্সটাইল,আমরা টেকনোলজিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন্স, ইউনাইটেড পাওয়ার ও অগ্নি সিস্টেমস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো-এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, মার্কেন্টাইল ইন্সুরেন্স, ইসলামি ইন্সুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লি. ফার্স্ট মি. ফা., নিটল ইন্সুরেন্স ও প্রভাতী ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো-প্যারামাউন্ট ইন্সুরেন্স, জুট স্পিনার্স, প্যারামাউন্ট টেক্সটাইল, দুলামিয়া কটন, এনসিসি ব্যাংক, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মি. ফা. ইউনাইটেড ফাইন্যান্স, রূপালী ব্যাংক, শ্যামপুর সুগার ও আমরা টেকনোলজিস।
এদিকে,দেশের পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে গতবছর ৯ মার্চ সংযোজন হয় ডিএসই মোবাইল অ্যাপ।এই অ্যাপ চালুর পর ক্রমবর্ধমান হারে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে যা ২০১৭ সালের ২৯ মে পর্যন্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৫ জন।সূত্র- বাসস