টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুনগ্রাম এলাকায় বাস খাদে পড়ে নিহত ৭ জনের পরিচয় মিলেছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছে ।
নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের মোতাহার হোসেন (৫০), একই জেলার দিগপাইদ এলাকার আব্দুর রহিম (৫০), মহনপুর এলাকার মনিরুজামান (৩৫) টাঙ্গাইল জেলার মাকুল্যা, গোপালপুর এলাকার আছমা বেগম (৪৮) বাসের চালক চন্দন দাস (২৫), হেলপার আরিফ (২২), রাজধানীর মহাখালী, নাখালপাড়া এলাকার শান্তা (২৮)।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলের ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ঘাটাইল উপজেলার গুনগ্রাম এলাকায় অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে।
আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান হিসাবে ৫ হাজার টাকা করে দেয়া হয়।সূত্র- বাসস