টাঙ্গাইল শহর বাইপাসের দরুন এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
আজ মঙ্গলবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার শহর বাইপাসের দরুন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ফটিক মিয়া (৪০) নিহত হন।
আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।সূত্র- বাসস