
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ঝড়ে গাছ উপড়ে পড়ে গাইবান্ধায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পলাশবাড়ি-ঘোড়াঘাট সড়ক দিয়ে ২৫ কি.মি. ঘুরে যানবাহন চলাচল করতে হয়।
এদিকে ঝড়ের কারণে গাইবান্ধা জেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ থাকে। ফলে জনসাধারণকে নানা দুর্ভোগের কবলে পড়তে হয়েছে। বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, ঝড়ের কারণে জেলা শহর সংলগ্ন বিভিন্ন এলাকা, গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক, গাইবান্ধা-সাঘাটা সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছসহ গাছের ডাল ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। এসব গাছের ডাল কেটে তারপর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৭টায় গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে প্রবল ঝড়ে চাষকপাড়া নামক স্থানে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর একটি তেতুলগাছ উপড়ে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে এই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও মালামাল পরিবহনকারী ট্রাক নিয়ে চরম দুর্ভোগের শিকার হয়। ঘটনার পর থেকে গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের একটি টীম সড়কটি সচল করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখে। এ খবর লেখা পর্যন্ত দুপুর ৩টায় সড়কের উপর উপড়ে গাছটি অপসারণ করে ওই সড়কে যানবাহন চালু করা সম্ভব হয় বলে জানা গেছে।