প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য আজ বুধবার ধ্বংস করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরীর মাঠে সকাল ১০ টায় ওই সকল মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস কৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৫১ হাজার ৯৪৭ বোতল, লুজ ফেন্সিডিল ২৪ লেটার, মদ ২ হাজার ১৯০ বোতল, বিয়ার ৪৮৫ বোতল, গাঁজা ১৮ কেজি, ইনজেকশান ২১ হাজার ৩৯৯টি, ইস্কাপ সিরাপ ৩২২ টি, ট্যাবলেট ইয়াবা ৮১৯টি, এমকে ডাইল ও ম্যাগডিল ১৬ বোতল এবং বিভিন্ন প্রকার আতশবাজি ৫১ হাজার ৪৭০ প্যাকেট। এসব মাদক দ্রব্যের মূল্য ৩ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৪ শ ৪০ টাকা। ২০১৫ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ঐ সকল মাদক দ্রব্য উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানুল হক, ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ইমতিয়াজ আহমেদ চৌধুরী, উপ-অধিনায়ক মেজর মাসরুর এস এ রুমী, সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক সরকার, হাকিমপুর শুল্ক ষ্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা এ কে এম সিদ্দিকুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম।সূত্র- বাসস