এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামাত নেতা মাদ্রাসা সুপারসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ উপজেলার জরমনদী গ্রামের দছিম উদ্দিনের ছেলে আজেপাড়া দাখিল মাদ্রাসার সুপার নাশকতা মামলার আসামী জামাত নেতা আব্দুস ছাত্তারকে তার বাড়ি থেকে এবং রামজীবন গ্রামের মাজু মিয়ার ছেলে নারী শিশু ধর্ষণ ও নাশকতা মামলার আসামী মিলন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। থানার ওসি আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্দীঘদিন থেকে তারা পলাতক ছিল।