এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাপড়হাটী ইউনিয়নে গ্রাম আদালতের কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইকো সোস্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামীর সভাপতিত্বে কমিউনিটি সভায় বক্তব্য রাখেন ইএসডিও এর উপজেলা সমন্বয়কারী শাহ্ মোঃ মুয়ায়যেম বিল্লাহ, সাংবাদিক এ মান্নান আকন্দ, ইউপি সচিব ধননজয় কুমার, গ্রাম আদালত সহকারি আব্দুর রশিদ প্রমূখ। সভায় ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা ইউপি সদস্য গণ্যমান্য সুধী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।