গাইবান্ধা প্রতিনিধিঃ চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. মতিয়ার রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ডা. একেএম সামসুজ্জোহা খন্দকার, বর্তমান সভাপতি ডা. মো. শহীদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক ডা. শাহজাহান আলী, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আখম আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীনুল ইসলাম মন্ডল, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আনসার আলী, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. মো. মাহবুবুর রহমান আকন্দ, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মো. আব্দুল কাদের, জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. তাহেরা আখতার মনি, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃসদন) মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মোছা. আফছারী খানম ও মেডিকেল অফিসার সেকেন্দার আলী, গাইবান্ধা বক্ষব্যাধি হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. এস এম আব্দুল জলিল, সাবেক সিনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. হারুন অর রশিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটছে। যা কখনো মেনে নেওয়া যায়না। চিকিৎসকদের বিভিন্নভাবে হেয় করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই। নিরাপদ কর্মস্থল ও চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।