গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চলে ডাকাতদলের মূলহোতা মো. জামাল নামের এক ডাকাতকে দেশীয় একটি পাইপগান ও আটটি কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বেচাকেনার সময় কামারজানী ইউনিয়ন পরিষদের ব্রক্ষপুত্র নদ সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের জেলা গোয়েন্দা শাখায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। জামালের বাড়ি মোল্লারচর ইউনিয়নের বাজে চিথুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সমশের আলীর ছেলে।
জেলা ডিবি পুলিশের (নিরস্ত্র) এসআই প্রতাপ কুমার সিংহ বলেন, জামালের নেতৃত্বে চরাঞ্চলগুলোতে ডাকাতির ঘটনা ঘটতো। তার বিরুদ্ধে অনেকগুলো ডাকাতির অভিযোগ আছে। কিন্তু ভয়ে কোনো ব্যক্তি মামলা করার সাহস পেতো না। তার নামে চারটি মামলা রয়েছে। প্রকাশে দিবালোকে খুন করারও মামলা রয়েছে। তাকে গ্রেফতারের সময় দেশীয় একটি পাইপগান ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত ধরতে পুলিশ সুপার স্যারের নির্দেশ রয়েছে।চরাঞ্চলে ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে আমরা অধিক তৎপর আছি।