এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ চরম বিদ্যুৎ বিভ্রাটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জন-জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকারি-বেসরকার, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের ঘন-ঘন লোডশোডিং বিদ্যুৎ চালিত সরঞ্জামাদি অচল করে ফেলেছে। বিশেষ করে বিদ্যুতের চার্জে চালিত যানবাহন সমূহ প্রায় বন্ধ হয়ে পড়েছে। ১৫ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ো হাওয়ার পর থেকে দেখা দিয়েছে নিয়মিত লোডশোডিং। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে ২০ হতে ২৫ বার বিদ্যুৎ যাওয়া আসা করে। যার কারণে অফিস আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসিয়াল কার্যক্রম বিঘিœতে হয়ে পড়েছে। বিদ্যুৎ চালিত ফ্যান, কম্পিউটার, রাইচ মিল, ল্যাপট, ফটোস্ট্যাড মিশিন, ফ্রিজ, টিভি, মোবাইল অচল হয়ে পড়েছে। অপর দিকে বিদ্যুতের চার্জে চালিত অটোবাইক, অটোভ্যান, অটো রিক্সা চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্কুল-কলেজগামি শিক্ষার্থীদের লেখাপড়ায় বেঘাত সৃষ্টি হয়েছে। সুন্দরগঞ্জ পল্লী বিদ্যৎ ডিজিএম অফিস সূত্রে জানা গেছে প্রতিদিন সুন্দরগঞ্জে ৯ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু তার বিপরীতে প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে দুই হতে আড়াই মেগাওয়ার্ড। উপজেলায় গ্রাহক সংখ্যা ৪০ হাজার। প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল হওয়ায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডিজিএম ইঞ্জিনিয়ার সোলায়মান হোসাইন জানান-চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশোডিং দেখা দিয়েছে। আমরা প্রতিনিয়ত উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট বিদ্যুৎ বাড়ানোর চাহিদার জন্য তাগাদা প্রদান করা হলেও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না।