সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি সিএস কারনানকে গ্রেফতার করতে হবে। কলকাতা পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তাঁকে। কিন্তু কোথায় কারনান?
বিচারপতি সিএস কারনান সম্ভবত দেশ ছেড়েই পালিয়ে গিয়েছেন। এমনই দাবি করলেন তাঁর সঙ্গী ও আইনি পরামর্শদাতা পিটার রমেশ।
কারণ, বিচারপতি কারনান গ্রেফতারি এড়াতে চাইছেন। যতক্ষণ না তিনি রাষ্ট্রপতির অনুমতি পাচ্ছেন, ততক্ষণ তিনি এভাবেই পালিয়ে বেড়াবেন বলে একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর।
সুপ্রিম কোর্টের সাত সদস্যের একটি বেঞ্চ আদালত অবমাননার দায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কলকাতা পুলিশের উপরে বিচারপতিকে গ্রেফতারির দায়িত্ব বর্তেছে।
সেই নির্দেশ পালনের জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি দল চেন্নাই পৌঁছে গিয়েছে। কিন্তু চিপকের সরকারি গেষ্ট হাউস থেকে তিনি বুধবার সকালেই বেরিয়ে গিয়েছিলেন। সেখানে কলকাতা পুলিশের দল তাঁকে খুঁজে পায়নি।
শোনা যায়, চেন্নাই থেকে ১৩০ কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশে কালাহস্তির দিকে চলে গিয়েছেন বিচারপতি কারনান। সেই মতো কলকাতা পুলিশের দলও কালাহস্তির দিকে রওনা দেয়।
এর মধ্যেই কুমার দাবি করেছেন, বিচারপতি কারনান হয়তো নেপাল বা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে গিয়েছেন। তবে তিনি এর থেকে বেশি কোনও তথ্য দিতে চাননি। তবে চেন্নাই থেকে নেপাল বা বাংলাদেশ সীমান্ত পৌঁছাতে কমপক্ষে ৩৬ ঘণ্টা লাগার কথা।
রমেশ কুমারের দাবি, ‘বিচারপতি কারনান সম্ভবত সড়ক পথেই সীমান্তের দিকে গিয়েছেন। তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেই একমাত্র ফিরতে পারেন। কারণ রাষ্ট্রপতিই তাঁকে বিচারপতি পদে নিয়োগ করেছিলেন।’
সুপ্রিম কোর্টের পুরো রায় বিচারপতি কারনানের হাতে এখনও আসেনি বলেই কুমারের দাবি। সেই রায় পুরোটা না দেখে তিনি কোনও ভাবেই পুলিশের হাতে ধরা দেবেন না।
বিচারপতি ধরা না দিলে, কলকাতা পুলিশের পক্ষেও সাধারণ অপরাধীদের ধরার মতো বিভিন্ন কৌশল ব্যবহার করতে হবে বলেই মনে করা হচ্ছে।
তবে তার আগে বিচারপতি কারনান সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনার আর্জি নিয়ে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হতে পারেন বলে খবর। সূত্র- এবেলা