গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবে একটি ওয়াটার ফিল্টার দিয়েছে তরুন ফ্রিল্যান্সার আনোয়ার হোসেন। বুধবার দুপুরে টিএন্ডটি মোড়ে অবস্থিত গোবিন্দগঞ্জ ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবে এই ওয়াটার ফিল্টার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল সুমন, ফরহাদ সরকার, মোরশেদুল হোসেন, ফ্রিল্যান্সার প্রত্যয় কুমার, মানিক প্রমুখ।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জের টিএন্ডটি মোড়ে অফিস স্থাপন করে আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং করছেন। তিনি গোবিন্দগঞ্জের একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার। গোবিন্দগঞ্জ ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের এই মহতি উদ্যোগ আরো বেগবান করতে তিনি ওয়াটার ফিল্টার প্রদান করেন।