গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অন্যান্যদের বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গুমানিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম রিপন, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল প্রমুখ।মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, জনপ্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল গোবিন্দগঞ্জ উপজেলা চত্ত্বরে আগমন করলে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের, উপজেলার ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও সুশীল সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।