গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ব্যানবেইচ ভবনে আইসিটি বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফজলে এলাহীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, প্রশিক্ষণ ও সহকারী শিক্ষক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমন প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।