
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, গাইবান্ধা জেলা টিআই রায়হান ইবনে রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, প্যানেল েেময়র-২ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন তালুকদার ও গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বাধীন কুন্ডু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ ছাড়াও সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম সড়ক দুর্ঘটনা রোধ করণীয় উপর একটি তথ্যচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।