
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় ২ কোটি টাকা ব্যায়ে ৩টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই কাজের উদ্বোধন করেন। সড়ক ৩টি হলো তালুককানুপুর ইউনিয়নের কৃষ্ণপুর-ছয়ঘড়িয়া সড়ক, হরিরামপুর ই্উনিয়নের তেতুলতলা – ক্রোড়গাছা সড়ক এবং নাকাইহাট ইউনিয়নের রথেরবাজার- শীতলগ্রাম সড়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী সুজন কুমার কর, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মাষ্টার, মোস্তাফিজুর রহমান নজমু, যুবলীগ নেতা ও তালুক কানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান সাজু মিয়া, সাবেক চেয়ারম্যান ছবছেদ আলী, সংসদ সদস্যের পিএস ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আতিক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এলজিইডি’র অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করা হবে। উপজেলা সুজন কুমার কর জানান উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিঃমিঃ দুরে এবং প্রত্যন্ত এলাকায় হওয়ায় সড়ক উন্নোয়নের এই কাজ সম্পন্ন হলে এলাকার সাধারন মানুষ তাদের জীবন যাত্রার মান বাড়বে।