গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দৈনিক যায়যায়দিন পত্রিকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যএবিএস লিটনের মাতা শিরিন আকতার বেগম গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার মহিমাগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
সাংবাদিক এবিএস লিটনের মাতার মৃত্যুতে গাইবান্ধা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবীর আহম্মেদ, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, কোচাশহর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশারফ হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সাধারণ সম্পাদক রবিউল কবীর মনু, সহ-সভাপতি গোপাল মোহন্ত, রফিকুল ইসলাম, সাংবাদিক শামীম রেজা ডাফরুল, মনজুরল ইসলাম সেলিম, রায়হানুল ইসলাম, মনজুর হাবীব মনজু, মানিক সাহা, তাহেদুল ইসলাম, সুমন কবীর এবং পলাশবাড়ীর সাংবাদিক আরিফ উদ্দিন মরহুমার মরহুমে বিদেহি আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।