
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি জমা বিবাদের জেরে আসাদুল ইসলাম গংদের পাঁচ বিঘা জমির বিভিন্ন ফসল বিনষ্ট করেছেন প্রতিপক্ষ তাজুল ইসলাম গংরা।
জানা গেছে গত বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামের ফজলার রহমানের ছেলে আসাদুল ইসলাম গংরা পৌত্রিক সুত্রে পুর্ব থেকেই বিবাদমান ৫ বিঘা জমি ভোগদখল করে আসছে। উক্ত জমি নিয়ে একই গ্রামের ডাঃ আবুল হোসেনের ছেলে তাজূল ইসলাম সুজ গংরা কবলা সুত্রে দাবী করায় উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে আদালতে মামলা চলছে।
এ দিকে আসাদূল গংরা পৌত্রিক সুত্রে পূর্ব থেকে ভোগ দখলের ধারা বাহিকতায় তারা ঐ জমিতে চলতি মৌসুমে ভুট্রো, কলা, মরিচ ও ধান চাষ করেছিল। ফসল পরিপুর্ণ পাকার পূর্বেই প্রতিপক্ষ তাজুল ইসলাম গংরা জমি দখলের নিমিত্তে ৬০/৭০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গত বুধবার বিবাদমান জমির ৪০ শতক ভুট্রো, ২০ শতক কলা, ২০ শতক মরিচ ও ৮৫ শতক জমির ধান কেটে নিয়ে গেছে এবং বিনষ্ট করেছে। এতে লক্ষ্যাধিক টাকা মূল্যের ফসলের ক্ষয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।