গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিকাডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে স্থানীয় ‘সীপ সোসিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করনের লক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক শাহনাজ পারভীন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আবুল কাসেম, সহকারী শিক্ষক ওয়েছুর রহমান, অত্র সংগনের উদ্যোক্তা রাফিসহ শাহীন সরকার, মোশারফ হোসেন। কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে সীপ সোসিয়াল অর্গানাইজেশনের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক শিক্ষার্থী এ কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা পরিদর্শন করেন।