গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের ফেচকা-খুড়শাল রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন ও উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুজন কুমার কর, শাখাহার ইউপি আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভূট্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুব সংগঠক তারিক রিফাত, ইউপি সদস্য মজিদুল ইসলাম পুতুল, ইউপি যুবলীগ সভাপতি তারিকুজ্জামান সাগর ছাত্রলীগ নেতা ফয়সালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।