গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক মিয়ার নির্মম নির্যাতনের শিকার ৩ মাসের অন্তসত্তা স্ত্রী রুকশানা বেগম (২৪) এর গর্ভপাত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চক কোচমুড়ি গ্রামের সোহরাব আলীর মেয়ের সাথে একই গ্রামের শিক্ষক আকতার হোসেনের ছেলে মানিক মিয়া (৩৩) এর সাথে ২০১১ সালে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই মানিক মিয়া ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে স্ত্রী রুকশানার নিকট। তার পরিবারের পক্ষে এ যৌতুক দেয়ার মত কোন সামর্থ্য নেই। এ কারনেই বিয়ের পর থেকে স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে।
গত রবিবার রুকশানা বেগম বাবার বাড়ী থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার হীরক পাড়ার ভাড়া বাসায় আসায় সময় মানিক মিয়া রাস্তা থেকে স্ত্রী রুকশানা বেগমকে উঠে নিয়ে তার ফুলপুকুরিয়া ব্যবসা প্রতিষ্ঠানে আটকে রেখে দোকানের সার্টার ফেলে দিয়ে সেখানেই তার উপর নির্মমভাবে নির্যাতন চালায়।
তার নির্মম নির্যাতনের কারনে ৩ মাসের অন্তসত্তা রুকশানা বেগমের ব্লাড ভাংতে থাকে। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
ওই দিন রাতেই রুকশানা বেগম বাদী হয়ে পাষন্ড স্বামী মানিক মিয়াকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।