গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য আশিকুর ওরফে রাকিবকে (৩২) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বন্দর থেকে একটি এপাশি মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সে ধরা পড়ে। তার সাথে থাকা অপর ছিনকাইকারী পালিয়ে যায়। রাকিব পলাশবাড়ী উপজেলার রাইতি নড়াইল গ্রামের মাছুদুর রহমানের ছেলে। সে অনেক দিন ধরে মোটরসাইকেল ছিনতাইকারী দলের সাথে জড়িত। এতোপূর্বে গোবিন্দগঞ্জ পৌর শহরের জলিল সুপার মার্কেটের কাছ থেকে এপাসি মোটরসাইকেল অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরা ধরা পড়লে স্থানীয় জনতা তাকে ধাওয়া করলে সে পালিয়ে বাঁচে। রাকিবের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।