গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১লা মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি খায়রুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি জামিলুর রহমান জামিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক ফিরুজ খানুন সহ -দপ্তর সম্পাদক মাহমুদ হাসান মন্ডল মাসুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, যুবলীগের জাহিদুল ইসলাম প্রধান তুহিন, যুগ্ম সম্পাদক মিন্টু মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আকন্দ, মুকতার হোসেন সাদ্দাম,ছাত্রলীগ নেতা সর্ণব, প্রান্ত প্রমুখ।