গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা টাউন হল রুমে রোববার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা প্যানেল চেয়ারম্যান আকতারা বেগম রুপা, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম রিপন, শাখাহার ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ ও নারী নেত্রী ইউপি সদস্য হ্যাপী বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আরজু মান্দ বানু। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মা উপস্থিত ছিলেন।