
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামে নবচন্দ্র চন্দ (২৭) নামে এক ভ্যান চালক মঙ্গলবার সকালে বজ্রপাতে মারা গেছেন। নিহত নবচন্দ্র ওই গ্রামের প্রেমাচন্দ্র চন্দের ছেলে। এলাকার লোকজন ও গোবিন্দগঞ্জ পুলিশ জানায়, নবচন্দ্র মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝির ঝিরে বৃষ্টির সময় ভ্যান নিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী দিঘিরহাট বাজারে যাওয়ার জন্য বের হন। বাড়ি থেকে সামান্য কিছুদুর যাওয়ার পর হঠাৎ বজ্রপাতের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার রিক্সা-ভ্যানটিও বজ্রপাতের কারণে পুড়ে যায়।