গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি রুহুল আরা রহিমের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধার জেলার নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো আব্দুল হান্নান, গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এস.এম রিপন, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধির সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হয়।